২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৪২
শিরোনাম:

ঢাকা-বরিশাল নৌপথে ঈদযাত্রার বিশেষ সার্ভিস, টিকিট না পেয়ে ক্ষুব্ধ যাত্রীরা

আগামীকাল থেকে শুরু হচ্ছে ঢাকা-বরিশাল নৌপথে ঈদযাত্রার বিশেষ সার্ভিস। দিনে-রাতে ২৫টি বড় লঞ্চে চলবে যাত্রী সেবা। ডিবিসি নিউজ ৯:০০

ইতিমধ্যে সব লঞ্চের প্রথম ও দ্বিতীয় শ্রেণির টিকিট বিক্রি হয়ে গেছে। যাত্রীদের অভিযোগ, প্রতি বছরের মতো এবারো টিকিট চলে গেছে কালেবাজারিদের হাতে।

দক্ষিণাঞ্চলের বেশিরভাগ মানুষের পছন্দ নৌ-পথ। বিশেষ করে বরিশালের যাত্রীদের। ঈদুল আজহায় এই অঞ্চলের প্রায় চার লাখ মানুষ নৌ-পথের যাত্রী হয় বলে জানায়, বিআইডব্লিউটিএ।

চাহিদার তুলনায় পর্যাপ্ত লঞ্চ না থাকায়, কেবিনের টিকিট যেন সোনার হরিণ। টিকিট না পেয়ে ক্ষুব্ধ অনেক যাত্রী। আর যারা টিকিট পেয়েছেন তারা খুশি।

যাত্রীরা বলেন, ১ হাজার টাকার টিকিট ১৫শ টাকায় কালোবাজারে বিক্রি হচ্ছে। তাছাড়া, কেবিনের কোনো টিকিটও পাওয়া যাচ্ছে না।

বুধবার থেকে শুরু হয়েছে লঞ্চের বিশেষ সার্ভিস। ঢাকা-বরিশাল রুটে বেসরকারি ২৩টি এবং সরকারি দুটিসহ মোট ২৫টি লঞ্চ চলবে।

টিকিট কালোবাজারি রুখতে এবং যাত্রীদের হয়রানি বন্ধে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন থেকে এ কথা বলা হচ্ছে।

যাত্রীর চাপ সামলাতে পল্টুনগুলো নতুন করে মেরামত করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদারে তৎপর রয়েছে বিআইডব্লিউটিএ। সম্পাদনা : রাজু আহ্সান/মঈন