২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০৮
শিরোনাম:

টেস্ট ক্রিকেটে আফগান থেকে বাংলাদেশকে এগিয়ে রাখছেন মিরাজ

২০১৭ সালে আন্তর্জাতিকব টেস্ট স্ট্যাটাস পেয়েছিলো আফগানিস্তান। মাত্র দুটি সিরিজ খেলেছে তারা। ভারতের বিরুদ্ধে প্রথমবার মুখোমুখি হয়েছিলো। যদিও সেই সিরিজ জিততে পারেনি। পরে আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতে ইতিহাসে নাম লেখায় আফগানরা। অন্যদিকে ২০০০ সালে টেস্ট পেয়েছিলো বাংলাদেশ। অভিজ্ঞতার দিক দিয়ে বাংলাদেশই এগিয়ে রয়েছে। তাই আসন্ন আফগানিস্তানের সঙ্গে একমাত্র টেস্ট সিরিজে বাংলাদেশকে এগিয়ে রাখছে অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।

তবে ওয়ানডে এবং টি-টুয়েন্টিতে আফগানিস্তান দলকে সমীহ করছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। আগামী ৫ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে। ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে সফল হওয়ার সুযোগ খুঁজছেন মিরাজ।

ঘরের মাঠের কন্ডিশন সম্পর্কে পূর্ণ ধারণা আছে বাংলাদেশের। এই সুবিধা কাজে লাগিয়ে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মতো শক্তিশালী প্রতিপক্ষকে নাকানিচুবানি খাইয়েছে টাইগাররা। এবার সেই একই পন্থায় আফগান বধের সংকল্প করছেন মিরাজ।