২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৩৮
শিরোনাম:

খালে পড়া জুতা তুলে দিচ্ছে হাঁস, ভিডিও ভাইরাল (ভিডিও)

খালে পড়ে যাওয়া জুতা তুলে দিচ্ছে হাঁস। এ রকম একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাটি ফিলিপাইনের সান ফ্রান্সিসকোর। স্থানীয় বাসিন্দা পেশায় নার্স মাইলা আগুইলা ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন।

সম্প্রতি তিনি কাজ থেকে বাড়ি ফিরছিলেন। পথে রাস্তার ধারে এক শিশুকে বসে থাকতে দেখেন। হঠাৎ ওই শিশুর একটি জুতা পড়ে যায় পাশের ঢালে। ওই শিশুর পক্ষে ঢালে নেমে জুতা তুলে আনা সম্ভব ছিল না। তাই সে রাস্তার ওপর বসেই ছিল।

কিন্তু রাস্তার ঢালে ছিল একটি হাঁস। সেই হাঁসটি বারবার চেষ্টা করছিল মুখে করে জুতাটি তোলার। কিন্তু যতবারই মুখে তোলে ততবারই পিছলে পড়ে যায়। শেষমেশ জুতাটি তুলে শিশুটিকে দেয় হাসঁটি।

রাস্তা দিয়ে যাওয়ার সময় এই ঘটনা আকৃষ্ট করে মাইলাকে। তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার পাশাপাশি গোটা ঘটনার ভিডিও করেন। আর সেই ভিডিও পোস্ট করেন নিজের ফেসবুকে।

আর সেই ভিডিও দেখেই মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। খাল থেকে বাচ্চার চটি তুলে দেয়ার জন্য হাঁসের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।

Sitio Madaguldol, Brgy. Inabuan – around 11a.mNakatawag pansin sa akin ang bata na nasa itaas kung saan mahulog ang kanyang Tsinelas. Nang bilang tumakbo ang Isang Pato (Duck) 🦆mula sa tapat ng kanyang kinaroroonan para siya at tulungan.. Pilit kinukuha at inaabot ng Pato ang Tsinelas sa bata. Galing👏👏Natuwa talaga ako. Dali2x kong kinunan ng video.. Akala ko Aso Lang na turuan ang gumagawa ng ganun!.. hahaha! Tinanong ko pa sa mga Tao kung alaga ba nung bata yung Pato, HINDI daw!#AMAZING

Gepostet von Myla Aguila am Donnerstag, 15. August 2019