১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, দুপুর ২:৫৬
শিরোনাম:

চুরি করতে এসে ফেলে গেলেন সন্তান!

একসঙ্গে চুরি করতে একটি দোকানে ঢুকলেন তিন নারী। চুরি তো করতে পারলেনই না, বরং তাদের মধ্যে একজন ভুল করে তার শিশুকে ফেলে রেখে চলে যান। আর পুরো ঘটনা ঘরা পড়েছে দোকানের সিসি ক্যামেরায়। খবর ফক্স নিউজের।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নিউজার্সির মিডলটাউনের ‘বাম্বি বেবি’ (বাচ্চাদের ব্যবহারের জিনিসপত্র বিক্রি করে) শপে একসঙ্গে প্রবেশ করেন তিন নারী। তাদের মধ্যে দুজন দোকানের কর্মচারীকে ব্যস্ত রাখেন এবং একজন দোকানের বাইরে থেকে একটি স্ট্রলার (বাচ্চাদের জন্য বিশেষ চেয়ার) নিয়ে চলে যান।

পরে ‘বাম্বি বেবি’ শপ তাদের সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ করে। যাতে দেখা যায়, ওই নারী স্ট্রলার ভাজ করে তা নিয়ে বের হয়ে যান। তবে তার শিশু সন্তান সেখানেই রয়ে যায়।

সিবিএস নিউজ জানিয়েছে, দোকান থেকে বের হয়ে যাওয়ার প্রায় ছয় মিনিট পর এক নারী ফিরে আসেন ওই শিশুর জন্য।

দোকান মালিক ইনেলিও অর্টেজ বলেন, আমার খুব খারাপ লেগেছে যে, কেউ নিজের সন্তানের চেয়ে চুরি করাকে বেশি গুরুত্ব দিয়েছে।

‘কারও যদি জীবন চালাতে চুরি করার দরকার পড়ে তবে সেটা তার ব্যক্তিগত বিষয়। এ নিয়ে আমার কোনও কথা নেই। কিন্তু এই কাজে সন্তানকে নিয়ে আসা আমাকে প্রভাবিত করেছে। আর এ কারণেই আমি ভিডিওটি শেয়ার করেছি,’ যোগ করেন তিনি।