২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৯:১৪
শিরোনাম:

ইতালির চলচ্চিত্র উৎসবে সাইমন-মাহির ‘জান্নাত’

সাইমন-মাহি অভিনীত ‘জান্নাত’ সিনেমাটি এবার দেশের গণ্ডি পেরিয়ে ইতালিতে প্রদর্শিত হতে চলেছে। আগামী ৪ অক্টোবর থেকে শুরু হবে ২৪তম মিলান চলচ্চিত্র উৎসব। সপ্তাহব্যাপী এই উৎসবেই প্রদর্শিত হবে মোস্তাফিজুর রহমান মানিকের এই ছবিটি। পাশাপাশি উৎসবে ‘গহীনে বালুচর’ ও ‘জন্মভূমি’ নামের আরও দুটি বাংলাদেশি ছবিও প্রদর্শিত হবে।

সম্প্রতি তথ্য মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে ছবি তিনটির সাবটাইটেলসহ সিডি, ডিভিডি কিংবা পেনড্রাইভ উক্ত মন্ত্রণালয়ে পাঠানোর অনুরোধ জানিয়েছে।

বদরুল আনাম সৌদ পরিচালিত ‘গহীনে বালুচর’ ছবিটি মুক্তি পায় ২০১৭ সালে। এতে চর দখলের প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। অন্যদিকে, রোহিঙ্গাদের জীবনের ওপর নির্মিত ছবি ‘জন্মভূতি’। এটি পরিচালন করেছেন প্রসূণ রহমান। সাইমন-মাহি অভিনীত ‘জান্নাত’ ছবিতে জঙ্গিবাদ ও এর ভয়াবহতা তুলে ধরেছেন মোস্তাফিজুর রহমান মানিক।