২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ১০:৫৯
শিরোনাম:

চলতি বছরে সপ্তম বিপিএল আয়োজনে কোনো বাধা নেই

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসর মাঠে গড়ানোর দিনক্ষণ সবই চূড়ান্ত। এখন হঠাৎ করে অর্থমন্ত্রীর বক্তব্য নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। তবে অর্থমন্ত্রীর বক্তব্যকে আমলে নিচ্ছেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক শেখ সোহেল। তিনি বললেন ‘এ বছর সপ্তম বিপিএল মাঠে গড়াতে কোনো বাধা নেই।’ সূত্র : যমুনা টিভি।

আগামী ৬ ডিসেম্বর থেকে বিপিএলের সপ্তম আসর শুরু হওয়ার কথা আছে। কিন্তু নিলামের সময় পার হলেও প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হয়নি। এরই মধ্যে গতকাল মঙ্গলবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছিলেন, এক বছরে দুইবার বিপিএল আয়োজন অসম্ভব। শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল প্রতিযোগিতার প্রস্তুতি সভা শেষে সংবাদমাধ্যমকে অর্থমন্ত্রী এ জানিয়েছিলেন।

তবে আজ বুধবার বিসিবির পরিচালক শেখ সোহেল জানালেন ভিন্ন কথা। তিনি অর্থমন্ত্রী বক্তব্যকে উড়িয়ে দিয়ে বলেন, বিপিএল আয়োজনে কোনো বাধা নেই। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কথা ভিত্তিহীন।