২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ১১:৫১
শিরোনাম:

কলাপাড়ায় দেয়াল পত্রিকা ‘‘আষাঢ়” প্রকাশ করেছে শিশু শিক্ষার্থীরা

উত্তম কুমার হাওলাদার, কলাপাড়া(পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় ‘‘আষাঢ়” নামের একটি দেয়াল পত্রিকা প্রকাশ করেছে শিশু শিক্ষার্থীরা। এ পত্রিকাটিতে রয়েছে গল্প, কবিতা ও ওই শিক্ষার্থীদের আকাঁ বৃষ্টির কিছু চিত্র। উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাথামিক পর্যায় শিশুদের মৌসুমী প্রতিযোগিতায় এ দেয়াল পত্রিকাটি প্রকাশ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা ছয়টি ইভেন্টের প্রতিযোগীতায় অংশগ্রহন করে। বাংলাদেশে শিশু একাডেমির উদ্যোগে বুধবার বিকালে উপজেলা শিক্ষা অফিস শিশু শিক্ষার্থীদের নিয়ে এ মৌসুমি অনুষ্ঠানের আয়োজন করে।

শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এক দিনের মৌসুমি প্রতিযোগীতায় ছিল দেশত্ববোধক জারি গান, দলীয় লোক নৃত্য, অভিনয়, উপস্থিত বিতর্ক, জ্ঞন বিষয়ক জিজ্ঞাসা ও দেয়ালীকা প্রকাশ। এতে উপজেলার ৬ টি প্রাথমীক স্তরের বিদ্যালয়ের শিশুরা অংশ গ্রহন করে। এর মধ্যে পৌর শহরের মডেল মঙ্গল সুখ প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা ‘‘আষাঢ়” নামের দেয়াল পত্রিকা প্রকাশ করেছে। কুয়াকাটার লতাচাপলী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা অভিনয়ে প্রথম, জারি গানে প্রথম, বির্তক দ্বিতীয়, জ্ঞন জিজ্ঞাসায় দ্বিতীয়, দলীয় নৃত্যে দ্বিতীয় অধিকার করে। এছাড়া উপস্থিত বির্তক প্রতিযোগিতায় খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়, দলীয় লোক নৃত্যে চাকামইয়া নিশানবাড়িয়া সরকারী প্রথমীক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পুরস্কার লাভ করেছে।

কুয়াকাটার লতাচাপলী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমুস সাখিব খান কনা জানান, এক দিনের মৌসুমি প্রতিযোগীতায় তাদের বিদ্যালয়ের শিশুরা বেশিরভাগ পুরুস্কার পেয়েছে। এখন জেলা পর্যায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো.আবুল বাসার জানান, প্রতি বছরই শিশুদের নিয়ে মৌসুমি প্রতিযোগিতার আয়োজন করে থাকি। এ বছরও ছয়টি বিদ্যালয়ের শিশুরা ছয়টি ইভেন্টের প্রতিযোগিতায় অংশগ্রহন করেছে।