২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৩২
শিরোনাম:

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এনজিও অফিসের গোডাউন থেকে বিপুল সংখ্যক অস্ত্র উদ্ধার

বৃহস্পতিবার বেলা ২ টার দিকে উখিয়ার মালভিটা পাড়া এলাকায় শেড নামে একটি এনজিও অফিসের গোডাউনে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

উখিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম বিষয় নিশ্চিত করেছেন। এনজিও কর্মকর্তারা মজুতের নথিপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় এগুলো জব্দ করা হয়েছে।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এনজিও সংস্থা শেড অফিস এবং গুদামে অভিযান চালিয়ে ১ হাজার ৭শ দা, ২ হাজার ২শ বেলচা, ১ হাজার ১শ হাতুড়ি, ১ হাজার ১শ কোদাল, ১ হাজার ১শ লাঠি জব্দ করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। তবে এসব মালামাল বিতরণের অনুমতিপত্র দেখাতে না পারলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উদ্ধারকৃৃত এসব অস্ত্র রোহিঙ্গা ক্যাম্পে বিতরণের জন্য আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএমের অর্থায়নে এসব অস্ত্র সরবরাহ করা হয়েছিলো বলে জানিয়েছেন শেড কমকর্তা সরওয়ার হাসান।