১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৪:১৫
শিরোনাম:

ঢাবিতে হামলার ঘটনা, বিজনেস ফ্যাকাল্টিতে শিক্ষার্থীদের অবস্থান

দুর্নীতি ও জালিয়াতি বিরোধী ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যানারে বিজনেস ফ্যাকাল্টি ঘেরাও করতে গিয়ে হামলার শিকার হয়েছে একাধিক শিক্ষার্থীরা। আজ দুপুরে ঢাবি ক্যাম্পাসে এই ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্রলীগের কর্মীরা তাদের উপর এই হামলা চালিয়েছে।

ঢাবি শিক্ষার্থী শ্রবণা শফিক দীপ্তি বলেন, ডাকসুতে ৭ জন নেতা ও একজন হল সাংসদ রয়েছে। যারা দুর্নীতি ও চিরকুটের মাধ্যমে ঢাবিতে ভর্তি হয়েছে। এক্ষেত্রে বিসনেস ফ্যাকাল্টির ডিন শিবলী রুবাইয়াত অবৈধভাবে তাদেরকে বিশ্ববিদ্যালয় ভর্তিতে সহযোগীতা করেছেন। এরপরও আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদ ও ঘেরাও কর্মসূচিতে হামলার ঘটনা ঘটানো হলো!

নামপ্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী বলেন, হামলায় চয়ন বড়ুয়া, অরণি সেমন্তি খান, শ্রবণা শফিক দীপ্তি, রাআদ তামিম, সালমান ফার্সী, আতিক চৌধুরী আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় আসিফ মাহমুদকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

সর্বশেষ বিজনেস ফ্যাকাল্টি ভবনে আহত শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়েছে ডাকসু ভিপি নুরুল হক নুর।