২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, দুপুর ১২:০৪
শিরোনাম:

চাঁদা দিতে অস্বীকার করলেই ‘ইলেকট্রিক শক’ দিতেন যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়া

রাজধানীর কমলাপুর রেল স্টেশনের উল্টো দিকে ইস্টার্ন কমলাপুর টাওয়ারে ঢাকা দক্ষিণ মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়ার টর্চার সেলের সন্ধান পেয়েছে র‌্যাব-৩-এর একটি দল। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে টর্চার সেলের সন্ধান পাওয়া যায়।

ওই টর্চার সেল থেকে শরীরে বৈদ্যুতিক আঘাত (ইলেকট্রিক শক) দেওয়ার ডিজিটাল যন্ত্র, লাঠি, দুটি গুলিসহ অনেক যন্ত্রপাতি উদ্ধার করে র‌্যাব।

র‌্যাব জানায়, টর্চার সেলে নির্যাতনের অনেক ধরনের যন্ত্রপাতি রয়েছে। কেউ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে টর্চার সেলে নিয়ে নির্মম নির্যাতন চালানো হতো। শুধু তাই নয়, নির্যাতনের সময় শরীরে দেওয়া হতো বৈদ্যুতিক আঘাত।

দেখুন টর্চার সেলের কিছু ছবি :

* চাঁদা না দিলে এই লাঠিগুলো দিয়ে পেটানো হতো

* টর্চার সেল থেকে উদ্ধার ইলেক্ট্রনিক ডিভাইস, বিয়ারের ক্যান, ইয়াবা, টাকা

* লাঠি, গুলির খোসা, মোবাইল, নগদ টাকা

* শক মাপার মিটার ডিভাইস

* দুটি ভিন্ন ধরণের ইলেক্ট্রিক শক ডিভাইস