২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৬:৫৪
শিরোনাম:

বগুড়ার শাজাহানপুরে ‘রাস্তার পাশে পড়ে থাকা নোটের টুকরোগুলো বাতিল হওয়া অপ্রচলনযোগ্য’

বগুড়ার শাজাহানপুরে রাস্তার পাশে পড়ে থাকা টাকাগুলো অপ্রচলন যোগ্য নোটের পাঞ্চ টুকরো। পৌরসভার বজ্র্য হিসেবে এগুলো সেখানে ফেলে দেয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক বগুড়া শাখার বাতিলকৃত নোটের টুকরো এগুলো। এ ধরনের আরও বিপুল পরিমাণ টুকরো বজ্র্য হিসেবে ফেলা হবে বলে জানা গেছে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, সোমবার পৌরসভার ট্রাকে করে ওইসব নোটের টুকরোর বস্তা ফেলে যাওয়া হয়। পরে মঙ্গলবার সকালে স্থানীয়রা বস্তা খুলে বিপুল পরিমাণ ছেঁড়া টাকার নোটের টুকরো দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। বেলা ১১টায় খবর পেয়ে পুলিশ সেগুলো উদ্ধার করেছে। এসব টুকরো বাতিলকৃত নোটের।

বগুড়া পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা রাফিউল আবেদীন জানান, বাংলাদেশ ব্যাংক বগুড়া শাখার যুগ্ম ব্যবস্থাপক স্বাক্ষরিত পত্রে তাদের বাতিলকৃত, অপ্রচলনযোগ্য নোটের পাঞ্চ টুকরো পৌরসভার বজ্র্য হিসেবে ফেলে দেয়ার চিঠি দেয়া হয়। সেই চিঠি অনুযায়ী পৌরসভার ট্রাকে করে এক ট্রাক নোটের টুকরো ফেলে দেয়া হয়।

বাংলাদেশ ব্যাংক বগুড়া শাখার যুগ্ম-ব্যবস্থাপক শাজাহান জানান, ফেলে দেয়া টুকরোগুলো বাংলাদেশ ব্যাংক বগুড়ার শাখার বাতিলকৃত, অপ্রচলনযোগ্য নোটের পাঞ্চ করা টুকরো। এগুলো মেশিন দিয়ে কেটে ফেলা হয়েছে। যা কখনওই জোড়া লাগানো যাবে না। বগুড়া পৌরসভার মাধ্যমে বজ্র্য হিসেবে নোটের টুকরোগুলো ফেলা হয়েছে। এক ট্রাক বর্জ্র ফেলা হয়েছে ওই স্থানে। এ ধরনের বিপুল পরিমাণ বজ্র্য বাংলাদেশ ব্যাংকের রয়েছে। সেগুলো পর্যায়ক্রমে পৌরসভার মাধ্যমে ফেলে দেয়া হবে।