১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:১২
শিরোনাম:

মুখ খুলেছেন খালেদ ও শামীম, ক্যাসিনোকাণ্ডে ফাঁসতে পারেন বিএনপির ১৫ নেতা

বিএনপি ও যুবদলের অন্তত ১৫ নেতার সঙ্গে যুবলীগের বহিষ্কৃত ওই দুই নেতার সম্পর্ক ছিলো। গ্রেপ্তার হওয়া খালেদ মাহমুদ ভূঁইয়া ও  জি কে শামীম বিএনপি ও যুবদল নেতাদের মামলা চালানোর খরচ দিতেন।  আর মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিরেক্টর ইন চার্জ লোকমান হোসেনও বিএনপির ওই নেতাদের দেখেশুনে রাখতেন। তদন্তকারী কর্মকর্তাদের বরাত দিয়ে এই খবর জানিয়েছে দেশ রূপান্তর।

র‌্যাবের গোয়েন্দা শাখার এক কর্মকর্তা বলেন, মতিঝিল ক্লাবপাড়াসহ যেসব স্থানে ক্যাসিনো ছিলো সেসব স্থান থেকে ওঠানো টাকার ভাগ-বাটোয়ারা হতো। ওই টাকার একটি অংশ যেত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের কাছে। তা ছাড়া বিএনপি ও যুবদলের শীর্ষ পর্যায়ের নেতাদের অর্থ দিতেন খালেদ মাহমুদ ও জি কে শামীম।