১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ১১:৫২
শিরোনাম:

৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের টিউশন ফি টাকা দেবে শিক্ষা মন্ত্রণালয়

আগামী বছর থেকে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের টিউশন ফির টাকা দেবে শিক্ষা মন্ত্রণালয়। ধীরে ধীরে উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষার্থীদের মাসিক বেতনের টাকা দেয়ারও পরিকল্পনা করছে মন্ত্রণালয়। বেসরকারি স্কুল কলেজের বাণিজ্য ঠেকাতেই এ ব্যবস্থা নেয়া হচ্ছে। সূত্র: ইনডিপেন্ডেন্ট

রাজধানীসহ সারাদেশের নামী স্কুলের বিরুদ্ধে রয়েছে শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন ফি সহ নানা অজুহাতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ। শিক্ষামন্ত্রণালয় থেকে নানা পদক্ষেপ নিয়েও এটি দূর করা সম্ভব হয়নি।

এ অবস্থায় মন্ত্রণালয় বলছে, উচ্চমাধ্যমিক পর্যন্ত শিক্ষার্থীদের টিউশন ফি অর্থাৎ মাসিক বেতনের টাকা সরকার থেকে দেয়ার পরিকল্পনা নেয়া হচ্ছে।
এরই অংশ হিসেবে আগামী বছর ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বেতনের টাকা দেবে মন্ত্রণালয়। এজন্য এরই মধ্যে কয়েকটি বৈঠক হয়েছে। এখন চলছে তথ্য নেয়ার কাজ।
তবে স্কুল কর্তৃপক্ষ বলছে, প্রতিষ্ঠানে এমপিওভুক্ত যে শিক্ষক আছে তা অপর্যাপ্ত। ফলে আলাদা করে শিক্ষক নিতে হয়।

এদের বেতন দেয়া হয় শিক্ষার্থীদের দেয়া টাকায়। তাই এ সিদ্ধান্ত বাস্তবায়ন করতে এমপিওভুক্ত শিক্ষকের নতুন পদ সৃষ্টি করতে হবে।