২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ১১:০৫
শিরোনাম:

হকারের কাছ থেকে জুস খেয়ে প্রাণ গেলো সুস্মিতার

হকারের কাছ থেকে জুস খেয়ে মারা গেছেন ময়মনসিংয়ের গৌরীপুরের ডৌহাখলা ইউনিয়নের সুস্মিতা হোম চৌধুরী।

ময়মনসিংহ ব্রিজ মোড় থেকে কেনা জুস খেয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বুধবার (২ অক্টোবর) মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

সুস্মিতা মুমিনুন্নেছা কলেজ থেকে গণিতে অনার্স ও সদ্য মাস্টার্স পাস করেছেন। দুটোতেই প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হয়ে গত সপ্তাহে ঢাকায় আসেন। ঢাকায় আসার পথে ময়মনসিংহ ব্রিজের মোড় থেকে জুস খান তিনি।

তার মা জানান, জুস খেয়ে রাতে ঘুমাতে যান তিনি। পরদিন সকালে জোর সুস্মিতার ঘুম ভাঙানোর চেষ্টা করেও ভাঙ্গানো যায় নি। বাসায় ডাক্তার নিয়ে আসা হলে প্রাথমিক চিকিৎসার পরেও অবস্থার পরিবর্তন না হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনদিন চিকিৎসায় অবস্থার তেমন পরিবর্তন না হলে ডাক্তাররা ঢাকা পাঠানোর পরামর্শ দেন।

কিন্তু ঢাকা নিয়ে যাওয়ার পথে শারীরিক অবস্থার অবণতি হয়। ত্রিশালের কাছ থেকে পুনরায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ফিরে এলে ডাক্তাররা জানান, সুস্মিতা আর বেঁচে নেই।