২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৯:৩৫
শিরোনাম:

ভারত সরকার ইলিশ নিয়েও দিল না পেঁয়াজ

ভারত সরকারের পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞার কারণে আগের এলসি করা ৩ হাজার টন পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। এদিকে বাংলাদেশের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা স্বরূপ পদ্মার ইলিশের প্রথম চালান পৌঁছেছে হাওড়ার বৃহত্তম মাছের বাজারে। মঙ্গলবার (১ অক্টোবর) ভোর থেকেই অকশনের মাধ্যমে বিক্রি করা হয় প্রথম চালানের ৩০ টন পদ্মার ইলিশ। ক্রেতা এবং বিক্রেতাদের দর-কষাকষির মধ্য দিয়ে দাম চূড়ান্ত হয়। আকার ভেদে  মাছের দামে রয়েছেভিন্নতা।

গত রোববার রফতানি বন্ধ ঘোষণার আগে ভারতের নির্ধারিত প্রতি টন ৮৫২ মার্কিন ডলার মূল্যের মোট ১০ হাজার ডলারের পেঁয়াজের জন্য এলসি করেছিলেন বাংলাদেশি ব্যবসায়ীরা। এর পরিপ্রেক্ষিতে ২২ কোটি টাকার ৩ হাজার টন পেঁয়াজবাহী ট্রাক ভারতের অভ্যন্তরে বন্দরে অপেক্ষায় আছে। অনুমতি পেলে আজ বাংলাদেশে প্রবেশ করতে পারে পেঁয়াজবাহী ট্রাকগুলো। তবে অনুমতি মিলবে এমন প্রত্যাশা ব্যবসায়ীদের।

সূ্এ: সময় টিভি