২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৭:৫২
শিরোনাম:

আবরারের মরদেহ সরিয়ে নেয়ার জন্য চাপ দিচ্ছিল হত্যাকারীরা :মিজানুর রহমান (ভিডিও)

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের তৎপরতায় সফল হতে পারেনি হত্যাকারীরা। লাশ সরিয়ে ফেলার চাপ উপেক্ষা করে যে কাজটি করা প্রয়োজন ছিলো তাই করেছি। ডিবিসি নিউজ

তিনি বলেন, আবরার ফাহাদ হত্যায় সাধারণ ছাত্ররা ছিলো না, যারা হত্যাকাণ্ড ঘটিয়েছিলো তারাই সেখানে ছিলো। আমরা সেখানে যাবার সাথে সাথে তারা বলছিলো এখান থেকে লাশটি সরিয়ে ফেলতে হবে। সরিয়ে ফেললে হয়তো তাদের আর কোনো সমস্যা হবে না। এই ধারণা থেকে তারা বার বার চাপ দিচ্ছিলো।

তিনি আরো বলেন, লাশ সরিয়ে ফেলার চাপ উপেক্ষা করে সে সময় যে কাজটি করা প্রয়োজন তাই করেছি। এমন একটি হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটেছে সেখানে এভাবে লাশ নিয়ে যেতে পারে না। এখানে পুলিশের নিয়ম-কানুন আছে। ফোনে তখন ভাইস চ্যান্সেলরকে ফোন করার পর তিনি পুলিশে খবর দেবার কথা বলেন।