২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, দুপুর ১:১৫
শিরোনাম:

আবরার হত্যার ঘটনায় স্বল্পতম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ চার্জশিট : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার ঘটনায় স্বল্পতম সময়ে পূর্ণাঙ্গ চার্জশিট দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, হলের ভেতরে অপরাধ বন্ধে বুয়েটেসহ সব বিশ্ব বিদ্যালয়ের আবাসিক হলে অভিযান চালাবে আইন-শৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, পুলিশ এই নির্মম হত্যাকান্ডের জন্য তাৎক্ষণিকভাবে অনেক পদক্ষেপ নিয়েছে, যা দৃশ্যমান।

আসাদুজ্জামান খান কামাল বলেন, স্বল্পতম সময়ে একটি সঠিক-নিখুদ এবং পূর্ণাঙ্গ চর্জশিট দিতে কাজ করছে পুলিশ। যাতে দ্রুততম সময়ে বিচার কাজ সমাধা করা যায়।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শুধু বিশ্ববিদ্যালয়ের হল নয়, প্রয়োজনে কলেজের হোস্টেল ও তল্লাশি অভিযান চালানো হবে। বিশ্ববিদ্যালয়গুলো থেকে র্যার্গিং (Ragging) বন্ধে কর্তৃপক্ষের চিন্তা ভাবনা আহবান জানান স্বরাষ্ট্র মন্ত্রী।