২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০৫
শিরোনাম:

অনুমতি নিয়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ

বুয়েটছাত্র আবরার হত্যার প্রতিবাদ, ভারতের সাথে চুক্তি বাতিল এবং খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে পূর্বঘোষিত সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি। ইতোমধ্যে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে সমাবেশ শুরু হয়েছে।

শনিবার (১২ অক্টোবর) সকালে বিএনপির একটি প্রতিনিধি দল ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কার্যালয়ে গিয়ে সমাবেশের অনুমতি চান।

দুপুর ২টার সমাবেশকে ঘিরে বেলা ১১ টা থেকেই খণ্ড খণ্ডভাবে বিপুল সংখ্যক নেতাকর্মী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এদিকে সমাবেশকে ঘিরে নয়াপল্টন এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। বিপুল সংখ্যক র‌্যাব ও পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে সাঁজোয়া যান এবং জলকামানবাহী গাড়ি।

ভারতের সঙ্গে চুক্তি বাতিল ও আবরার হত্যা প্রতিবাদে শনিবার ঢাকাসহ সারা দেশের মহানগরে জনসভা করবে বিএনপি। একই দাবিতে রোববার সারা দেশের জেলা শহরগুলোতে জনসভা করা হবে। গত ১০ অক্টোবর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়।