২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৩৩
শিরোনাম:

অবশেষে শরণখোলার সেই স্বাস্থ্য কর্মকর্তা জামাল মিয়া শোভনের বদলি

নইন আবু নাঈম, শরনখোলা (বাগেরহাট)ঃ বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জামাল মিয়া
শোভনকে অবশেষে বদলি করা হয়েছে। শনিবার স্বাস্থ্য অধিদপ্ত থেকে আসা বদলির আদেশ তাকে তিন কার্যদিবসের মধ্যে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় যোগদান করতে বলা হয়েছে। গত ৮ সেপ্টেম্বর তার বিভিন্ন অনিয়ম- দুর্নীতি ও স্বেচ্ছ্বাচারিতার প্রতিবাদে শরণখোলা মানবকল্যাণ সোসাইটির ব্যানারে মানববন্ধন করে এলাকাবাসী। স্বাস্থ্য কর্মকর্তারবদিলর খবরে সস্তির নিঃস্বাস ফেলছে সাধারণ মানুষ।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. জিকেএম শামসুজ্জামান বদলি বিষয়টি নিশ্চিত করে জানান, গত বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক আদেশে শরণখোলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জামাল মিয়া শোভনকে বদলি করা হয়। তবে
তিনি ওই বদলি স্বাভাবিক প্রক্রিয়া বলে দাবি করেন।

শরণখোলা মানব কল্যান সোসাইটির আহবায়ক জাহাঙ্গীর আলম শিকদার বলেন, ডা, জামাল মিয়া শোভন মাত্র কয়েক মাস আগে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হিসাবে যোগদান করার পর থেকেই তিনি কামখেয়ালিপনা শুরু করেন। তিনি রোগীদের সাথে দুরর্ব্যবহা, অফিসকালীন ফি আদায়, অপ্রয়োজনীয় টেষ্ট দিয়ে কমিশন গ্রহন, চিকিৎসাসনদে সাক্ষর করতে টাকা নেওয়াসহ হাসপাতালটিতে তার ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত করেন। তার বদলি হওয়ায় শরণখোবাসী স্বেচ্ছ্বাচাতিার হাত থেকে রক্ষা পেয়েছে।

এব্যাপারে ডা. জামাল মিয়া শোভনের সঙ্গে কথা বলার জন্য তার মোবাইলে
(০১৭১১২৩২২৭০) কল করা হলে তিনি ফোন রিসিভ করেননি। ##