২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০৪
শিরোনাম:

প্রতিদিন ৯তলা ভবনের সিড়ি বেয়ে শ্রেণিকক্ষে উঠতে হিমশিম খাচ্ছে শিক্ষার্থীরা

মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের ছয়তলা ভবনকে নয়তলা করা হয়েছে , কিন্তু গত ছয় বছরে একটা লিফট লাগানো হয়নি। শিক্ষার্থীদের পিঠে ভারি স্কুলব্যাগ, সিঁড়ি বেয়ে নয়তলায় শ্রেণিকক্ষে উঠতে হিমশিম খাচ্ছে শিক্ষার্থীরা।

বিষয়টি নিয়ে অভিবাবকেরা ক্ষুদ্ধ হলেও তাদের বলার কিছু নেই । এ নিয়ে প্রশ্ন তুললে অভিবাকদের সন্তানকে অন্যত্র নিয়ে যেতে বলা হয় । আর শিক্ষকেরা চাকরি হারানোর ভয়ে চুপ থাকেন। অথচ সরকারের ইমারত নির্মাণ বিধি অনুযায়ী ১৮ মিটার বা ৬০ ফুটের (৬তলা) ওপর কোনো ভবন নির্মাণ করতে হলে লিফট থাকাটা বাধ্যতামূলক।

একাধিক শিক্ষক জানালেন, ভবনটি নয়তলা করা হয় ২০১৪ সালে। এই পর্যন্ত প্রায় চার কোটি টাকা খরচ দেখানো হয়েছে । কিন্তু বলা হচ্ছে , লিফট বসানোর টাকা নেই । প্রায় অর্ধযুগ ধরে কষ্ট পোহাচ্ছে এখানকার শিক্ষার্থীসহ অন্যরা । সূত্র : প্রথম আলো