২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৫৯
শিরোনাম:

নুসরাত হত্যাকাণ্ড বিশ্ববিবেককে নাড়া দিয়েছে : ট্রাইব্যুনাল এ প্রতিক্রিয়া

নুসরাত হত্যাকাণ্ড বিশ্ববিবেককে নাড়া দিয়েছে। তার এ অমরত্ব চিরকালের অনুপ্রেরণা। আসামিদের ঔদ্ধত্য কালান্তরে মানবিকতাকে লজ্জিত করবে এতে কোন সন্দেহ নেই। নৃশংস এ অপরাধ সংঘটনের জন্য আসামিদের কঠোরতম দৃষ্টান্তমূলক শাস্তিই প্রাপ্য। বৃহস্পতিবার রায় প্রকাশের পর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা মামলার রায়ে প্রধান আসামি অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ ১৬ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এর আগে রাষ্ট্রপক্ষের সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ ও উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত ৩০ সেপ্টেম্বর রায়ের জন্য আজকের এই দিন ধার্য করে দেন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ। মামলার প্রধান আসামি অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ ১৬ আসামির সর্বোচ্চ সাজা চেয়ে আদাল