১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৮:৪৫
শিরোনাম:

বাগেরহাটের রামপালে দুই আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে হিন্দু সম্প্রদায়ের এক নেতাকে মারপিটের অভিযোগ

নইন আবু নাঈম, বাগেরহাট রামপালে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হিন্দু সম্প্রদায়ের এক নেতাকে মারপিটের অভিযোগ পাওয়া গেছেঘটনার প্রতিবাদে শুক্রবার সকাল ৯টায় সুন্দরপুর গ্রামের কয়েকশত নারীপুরুষ প্রতিকার চেয়ে সমাবেশ করেছে

রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে জনকে আটক করেছে।শান্তি শৃঙ্খলা রক্ষার্থে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।প্রতিবাদ সমাবেশ লিখিত প্রেস ব্রিফিংএ জানা গেছে উপজেলার সুন্দরপুর গ্রামের কিরন মিস্ত্রীর
পুত্র সমাজ সেবক ক্ষিতিন চন্দ্র মিস্ত্রী (৫৮) কে বৃহস্পতিবার বেলা ১১ টায় গিলাতলা বাজারে সিরাজের চায়ের দোকানে নবগঠিত ০৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশ্রাব আলী মল্লিক মারপিট করেন।বিষয়টি তাৎক্ষনিকভাবে শান্তিপূর্ণভাবে মিমাংসা করা হয়।পরে ওইদিন বিকাল টায় ওই একই স্থানে বসে থাকা অবস্থায় নবগঠিত ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাওলাদার বাকি বিল্লাহ কথা কাটাকাটির এক
পর্যায়ে ক্ষিতিন মিস্ত্রীকে জুতাপেটা করেন।

ঘটনায় মনিমোহন ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন রামপাল উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন,সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ মোঃ আবু সাইদ,বাঁশতলী ইউপি চেয়ারম্যান শেখ মোহাম্মাদ আলী,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাওলাদার হাফিজুর রহমান,বাঁশতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাওলাদার আবু তালেব,সাধারণ সম্পাদক কুদরতী এনামুল বাশার বাচ্চু,হাওলাদার হায়দার আলী,হাওলাদার ইস্রাফিল হোসেন,৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দিপক কুমার মৈত্র,মহিলা লীগ নেত্রী রিনা রানী মৈত্র,ইউপি সদস্য মল্লিক মিজানুর রহমান,ইউপি সদস্য ফকির
নজরুল ইসলাম মুক্ত,মোঃ আনোয়ার হোসেন,হরিপদ সরকার,অরবিন্দু মৈত্র,শিকদার মুজিবর রহমান,হাওলাদার রহমত আলী,কমলেশ মৈত্র,অরবিন্দু সরকার প্রমুখ।বক্তারা বলেন,নবগঠিত কমিটির সভাপতি হাওলাদার বাকি বিল্লাহ সাধারণ সম্পাদক আশ্রাব আলী মল্লিককে এমন নেক্কারজনক ঘটনার জন্য তাদের দলীয় পদ স্থগিত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে সাংগঠনিক আইনি ব্যবস্থা নেওয়া হবে।অভিযোগের বিষয়ে হাওলাদার বাকি বিল্লাহর কাছে জানতে চাইলে তিনি ক্ষিতিনকে জুতাপেটার কথা অস্বীকার করে বলেন, আমি তাকে জুতা দিয়ে পেটানোর কথা বলেছি মাত্র।এবিষয়ে রামপাল ওসি মোঃ দেলোয়ার হোসেনের কাছে জানতে চাইলে তিনি জানান,ওই ঘটনায় আটক জনকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে,অপর ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়েছে এবং এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে