১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বিকাল ৩:১৫
শিরোনাম:

নতুন সিনেমায় জুটি রোশান ও অধরা

চারদিকে নির্বাচনী ডামাঢোল। কে বসবে শিল্পী সমিতির মসনদে তারই সন্ধানে ব্যস্ত সমিতির সদস্যরা। সেদিকে নজর চলচ্চিত্র সংশ্লিষ্ট সবার। এমনই এক নির্বাচনী উন্মদনার ভিড়ে এলো ‘উন্মাদ’ সিনেমার খবর।

জানা গেল ছবিটি পরিচালনা করবেন নির্মাতা জুটি অপূর্ব রানা। এতে জুটি বেঁধে হাজির হবেন রোশান ও অধরা খান। অবশেষে ২৫ অক্টোবর সন্ধ্যায় বিএফডিসির ১ নাম্বার শুটিং ফ্লোরে ছবিটির মহরত অনুষ্ঠিত হয়ে গেল।

ঘরোয়া আয়োজনের মহরতে ছবির পরিচালক, প্রযোজক, নায়ক-নায়িকাকে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন পরিচালক, প্রযোজক সমিতির নেতারা। ছিলেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, মহাসচিব বদিউল আলম খোকন, যুগ্ম মহাসচিব শাহীন সুমন, প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু প্রমুখ।

মহরতে পরিচালক রানা বলেন, ‘গল্পটা বর্তমান সময়ের। তরুণ প্রজন্মের বিভিন্ন নেতিবাচক দিক তুলে ধরা হবে এখানে। তাদের অপরাধ প্রবণতা বেড়ে যাওয়া এবং বিভিন্ন ধরনের খামখেয়ালির কারণে একটা সময় বিরূপ পরিস্থিতির সৃষ্টি হয়। সেখান থেকে বেরিয়ে আসার উপায়ও দেখানোর চেষ্টা করবো আমরা।’

‘তরুণ প্রজন্মের হৃদয়ে ইতিবাচক মনোভাব তৈরিতে চলচ্চিত্রটি সহায়ক ভূমিকা রাখবে।’ যোগ করেন নির্মাতা রানা।

অভিনেতা রোশান ছবিটি সম্পর্কে বলেন, ‘ছবিটির গল্প শুনে মুগ্ধ হয়েছি আমি। বর্তমান সময়ের অনেক কিছু উঠে এসেছে ছবির গল্পে। আমার চরিত্রটি বেশ ভালো। নিজেকে প্রমাণের একটা সুযোগ পাবো। বাকিটা শুটিংয়ের পর বুঝতে পারবো কেমন হয়েছে।’

ছবির নায়িকা অধরা বলেন, ‘বলা যায় মনের মতো একটি গল্প। সাসপেন্স, রোমান্স, অ্যাকশন, পারিবারিক মূল্যবোধ সবই পাবেন দর্শক। আমি ও রোশান মুখিয়ে আছি ছবিটির শুটিং শুরু করার জন্য।’

পরিচালক জানান, ঢাকা, সিলেট ও খাগড়াছড়িতে ‘উন্মাদ’ সিনেমার শুটিং হবে। আসছে বছরের শুরুর দিকে ছবিটি মুক্তি দেয়ার ইচ্ছে রয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানের।