১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৬:১৩
শিরোনাম:

আইসিসি ব্যবস্থা নিলে সাকিবের পাশে থাকবো : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল মঙ্গলবার সচিবালয়ে বেলা সাড়ে ১২টার দিকে সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, সাকিবের নিষেজ্ঞার বিষয়ে জানতে আজকের মধ্যে আইসিসিকে চিঠি দেওয়া হবে। সাকিবের বিষয়টি আগে আমরা জানার চেষ্টা করব। তবে আইসিসি যেই সিদ্ধান্ত দেওয়া হোক, আমরা সাকিবের পাশে থেকে সব ধরণের সহযোগিতা করব। সাকিবের বিষয়টি নিয়ে আমি ক্রিকেট বোর্ডের সঙ্গেও কথা বলেছি। পাশাপাশি আমি অনেক লোকদের সঙ্গেও কথা বলেছি।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হচ্ছে। জুয়াড়িদের প্রস্তাব গোপন রাখার অভিযোগে সাকিবকে এমন শাস্তি দিতে যাচ্ছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।

দুই বছর পুর্বে একটি আন্তর্জাতিক ম্যাচের আগে এক জুয়াড়ির কাছ থেকে অনৈতিক প্রস্তাব পেয়েছিলেন তিনি। যা সাথে সাথে প্রত্যাখ্যান করলেও আইসিসির দুর্নীতি দমন বিভাগকে না জানিয়ে গোপন করেন সাকিব। জুয়াড়িদের কল রেকর্ড ট্র্যাকিং করে বিষয়টি পরে জানতে পারে আইসিসি। বিষয়টি হালকাভাবে নেয়ায় এমন শাস্তির মুখে পড়তে হচ্ছে সাকিবকে।