২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৯:৪৪
শিরোনাম:

ছয় দফা বাস্তায়নের দাবিতে মাঠে নেমেছেন শরণখোলার জেলেরা

নইন আবু নাঈম, শরনখোলা (বাগেরহাট)ঃ ছয় দফা বাস্তবায়নের দাবি নিয়ে মাঠে নমেছেন বাগেরহাটের শরণখোলার জেলে ও মৎস্যজীবিরা। সোমবার সকাল ১০টায় উপজেলা সদর রায়েন্দা বাজারে মিছিল শেষে
স্থানীয় শহীদ মিনার চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। জাতীয় মৎস্যজীবি সমিতি ও উপজেলা মৎস্যজীবি জেলে সমিতির ব্যানারে এ কর্মসূচি পালন করেন তারা।

দাবিগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশের সমুদ্রসীমায় ভারতীয়সহ ভিনদেশি সকল প্রকার ট্রলিং নিষিদ্ধ করা, জেলেদের ভিজিএফ’র আওতায় এনে চালের পরিমান বৃদ্ধি করা, প্রতিমাসে চালের সঙ্গে নগদ তিন হাজার টাকা প্রদান, নিয়মতান্ত্রিকভাবে সুন্দরবনে মাছের পারমিট চালু রাখা, ৬৫ দিনের অবরোধের পরিবর্তে ২২ দিন
নির্ধারণ করা এবং সমুদ্রে মৎস্য আহরণের সময় দুর্যোগে ক্ষতিগ্রস্ত জেলেদের ক্ষতিপূরণ ও পূর্নবাসন করা।

জাতীয় মৎস্যজীবি সমিতির শরণখোলা শাখার সভাপতি মো আবুল হোসেন সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন, রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, কৃষক লীগের সভাপতি এম ওয়াদুদ আকন, মৎস্যজীবি জেলে সমিতির সভাপতি দুলাল ফরাজী, সাধারণ সম্পাদক সোলাইমান ফরাজী, সহসভাপতি এমাদুল শরিফ প্রমুখ।