২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:২৫
শিরোনাম:

আইসিসির কাঠগড়ায় ছিলেন মুশফিক

দুই বছর আগে ম্যাচ ফিক্সিংয়ের জন্য জুয়াড়ি থেকে প্রস্তাব পেয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তখন সেটি আইসিসি জানাননি সাকিব। যার কারণে আইসিসির নিষেধাজ্ঞার কাঠগড়ায় পড়তে যাচ্ছেন তিনি। একই তালিকায় নাম ছিলো উইকেটরক্ষক মুশফিকুর রহিমের নামও। সূত্র : বিডিক্রিকটাইম

তবে সাকিবের কল লিস্ট চেক করে সত্যতা পাওয়া গেলেও মুশফিকের মোবাইলে তেমন কিছুই পায়নি আইসিসির দুর্নীতি দমন কমিশন আকসু। সেই সাথে আইসিসির দুর্নীতি দমন ইউনিট, আকসুও পরবর্তীতে নিশ্চিত হয় সাকিবের মতো কোন জুয়াড়ির কল আসেনি মুশফিকের ফোনে।

এইদিকে সাকিবের বিষয়টি আজই জানানোর কথা আইসিসির। সেই সাথে সংবাদ সম্মেলনও করবেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। জানা যায় শুরুতে সাকিবকে জিজ্ঞাসা করলেও সেটি অস্বীকার করেন তিনি। পরবর্তীতে আকসু কললিস্ট দেখালে সেটি স্বীকার করে নেন তিনি। তবে এতো গুরুত্বপূর্ণ বিষয়টি লুকানোর পেছনে কারণ দেখান ‘প্রয়োজন মনে হয়নি বলার’। শেষ পর্যন্ত সেটিই যেনো কাল হয়ে দাঁড়ালো সাকিবের জন্য।