১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ১১:২৯
শিরোনাম:

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যে ৫ হাজার মামলা, ২২ লাখ টাকা জরিমানা

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যে ৫ হাজার ৫৫টি মামলা ও ২১ লাখ ৮৮ হাজার ২৫০ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র ট্রাফিক বিভাগ। এছাড়া, অভিযানকালে ১টি গাড়ি ডাম্পিং ও ৭০১টি গাড়ি রেকার করা হয়েছে। গত ২৪ ঘন্টার অভিযানে এসব মামলা ও জরিমানা করা হয়।

ডিএমপি’র ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, উল্লেখযোগ্য মামলার মধ্যে রয়েছে হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে ২১৮টি, হুটার ও বিকনলাইট ব্যবহার করার জন্য ৬টি, উল্টোপথে গাড়ি চালানোর কারণে ৭২৮টি, মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ৭টি গাড়ির বিরুদ্ধে মামলা করা হযেছে।

এছাড়া, ট্রাফিক আইন অমান্য করার কারণে ১৬২১টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও ৯৮টি মোটরসাইকেল আটক করা হয়েছে। একইসঙ্গে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে চালকের বিরুদ্ধে ৪১টি ভিডিও মামলা ও ১৪টি সরাসরি মামলা করা হয়েছে।