১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৮:০১
শিরোনাম:

সাকিব ভুল করেছে কিন্তু অন্যায় করেনি : মাহমুদউল্লাহ

নিষেধাজ্ঞার দিনই সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিব আল হাসানকে নিজেদের অকুণ্ঠ সমর্থনের কথা জানিয়েছেন সতীর্থরা। আজ সেটা সংবাদমাধ্যমের সামনেও বললেন মাহমুদউল্লাহ। সাকিবের পাশেই আছেন তারা।

জুয়াড়ির কাছ থেকে ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েও কর্তৃপক্ষকে না জানানোয় দুই বছর সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন সাকিব। আইসিসি মঙ্গলবার সাকিবের নিষেধাজ্ঞার কথা জানায়। এর মাঝে এক বছর স্থগিত নিষেধাজ্ঞা।

নিষেধাজ্ঞায় পড়ায় সাকিবকে ছাড়াই ভারত সফরে যেতে হচ্ছে বাংলাদেশকে। আজ দুপুরে ভারতে উড়াল দেওয়ার আগে বিমানবন্দরে মাহমুদউল্লাহ তুলে ধরলেন সাকিবের গুরুত্বের কথা।

‘সে বাংলাদেশ ক্রিকেটের অংশ। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা ব্যথিত। আমরা সবাই জানি ও কতটুকু গুরুত্বপূর্ণ আমাদের জন্য বা আমাদের দেশের জন্য। হয়তো বা সে ভুল করেছে, কিন্তু কোনো অপরাধ করেনি। সকলের সমর্থন সাকিবের সঙ্গে আছে। আমরা সাকিবকে যেভাবে ভালোবাসতাম ঠিক সেভাবেই ভালোবাসব’- বলেছেন মাহমুদউল্লাহ।

সাকিবের নিষেধাজ্ঞার পর ভারত সফরে টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে মাহমুদউল্লাহকে, টেস্টের অধিনায়কত্ব করবেন মুমিনুল হক। এ ব্যাপারগুলো যেহেতু নিজেদের হাতে নেই তাই খেলাটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন মাহমুদউল্লাহ, ‘আমরা কোন দল যাচ্ছি বা কে অধিনায়ক হচ্ছে, সেটা আমাদের হাতে নেই। আমাদের কাজ হচ্ছে খেলা এবং দেশের জন্য জান দিয়ে খেলা। আমরা সেটা করার চেষ্টা করব। আশা করি, সবাই এই অনুপ্রেরণা নিব।’

‘এখন যেহেতু দায়িত্বটা আমার কাছে এসেছে আমি চেষ্টা করবে দায়িত্বটা পালন করতে। আর অনুপ্রেরণার কথা যেটা বললেন, বাংলাদেশের জার্সি গায়ে যখন মাঠে নামি তখন সেটাই সবচেয়ে বড় অনুপ্রেরণা।’

ভারতের মাটিতে ভারতকে হারানো যেকোনো সফরকারী দলের জন্যই বেশ কঠিন কাজ। তবে দল হিসেবে খেলতে পারলে বাংলাদেশের সুযোগ থাকবে বলে মনে করেন মাহমুদউল্লাহ, ‘কঠিন কাজ অবশ্যই। কিন্তু অসম্ভব কিছু না। আমাদের দল হিসেবে ভালো করতে হবে। ছোট ছোট সুযোগগুলো নিতে হবে। সেগুলোর শতভাগ ব্যবহার করতে হবে। তাহলে ভালো কিছু পাওয়া সম্ভব। আমরা ম্যাচও জিততে পারব।’

এই সফর তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। এই সফর দিয়েই টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ।