১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:১৬
শিরোনাম:

রূপনগরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় বেলুন বিক্রেতা গ্রেপ্তার

রাজধানীর মিরপুরের রূপনগরে গ্যাস দিয়ে বেলুন ফোলানোর সময় সিলিন্ডার বিস্ফোরণে হতাহতের ঘটনায় বেলুন বিক্রেতা আবু সাঈদকে (৩০) প্রধান আসামি করে মামলা করেছে পুলিশ। তাকে পঙ্গু হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ঢামেক হাসপাতালে পুলিশি নিরাপত্তায় চিকিৎসা দেয়া হচ্ছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ভোরবেলায় পুলিশ বাদী হয়ে রূপনগর থানায় মামলাটি করে।

বুধবার বেলা ৩টা ৪৫ মিনিটে মনিপুর স্কুলের রূপনগর শাখার বিপরীতে ১১ নম্বর সড়কে ওই বিস্ফোরণ হয়। ঘটনার সময় রূপনগরের শিয়ালবাড়ি বস্তির শিশুরা বেলুন কিনতে গিয়েছিল। ভ্যানগাড়িতে করে বেলুন বিক্রি করতেন ওই বেলুন বিক্রেতা সাঈদ। সিলিন্ডারের গ্যাসে ফোলাতেন বেলুন। সেই সিলিন্ডার হঠাৎ বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই চার শিশুর মৃত্যু হয়। পরে হাসপাতালে মারা যায় একজন। আজও এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয় ১৭ জন। মুহূর্তেই পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতের স্বজনদের আহাজারি ও আহতদের নিয়ে ছোটাছুটি শুরু হয়।