১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৩:২২
শিরোনাম:

শরণখোলায় ফেডারেশন ও প্রশাসনের মধ্যে সম্পর্ক উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নইন আবু নাঈম, শরনখোলা (বাগেরহাট)ঃ বাগেরহাটের শরণখোলায় দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের (ডিএসকে) আয়োজনে ফেডারেশন ও উপজেলা প্রশাসনের মধ্যে সম্পর্ক উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় অগ্রদূত ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালায় ডিএসকে পরিচালিত ‘সুন্দরবন আত্মসহায়ক মহিলা উন্নয় সংস্থা’র নারীসংগঠক ও সেচ্ছাসেবকরা অংশগ্রহন করেন।

ডিএসকে’র প্রকল্প ব্যবস্থাপন আব্দুস সাত্তারের পরিচালনায় কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নূরুজ্জামান খান, মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায়, রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন, প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম ও এনজিও ফোরামের সভাপতি মীর সরোয়ার হোসেন। ডিএসকে শরণখোলার উপকূলে বসবাসকারী বিপদাপন্ন জনগোষ্ঠীর আত্মনির্ভরশীলতা, টেকসই জীবিকা স্থিতিস্থাপকতা সহজতর করা, ওয়াশ কর্মসূচি ও দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে কাজ করছে।