২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ১০:০৮
শিরোনাম:

সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় কয়লা ও নাছির বিড়ি আটক

আব্দুল কাইয়ুম, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার ট্যাকেরঘাট ও চানপুর সীমান্ত থেকে বিজিবির পৃতক পৃতক অভিযানে প্রায় ৭০ হাজার টাকার ভারতীয় চোরাই কয়লা ও নাছির উদ্দিন বিড়ি আটক করেছে সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবি। বিজিবি সূত্রে জানাযায়, আজ ১ নভেম্বর শুক্রবার চাঁনপুর বিওপির একটি টহল দল অভিযান চালিয়ে সীমান্ত পিলার ১২০২/৬-এস এর এলাকাধীন তাহিরপুর উপজেলার ৪নং বড়দল ইউনিয়নের বারেকটিলা থেকে ১৪০০ প্যাকেট  ভারতীয় নাছির বিড়ি আটক করে। যার মূল্য ৫৯ হাজার ৫০০ টাকা। এবং গতকাল ৩১ অক্টোবর বৃহস্পতিবার রাত দেড়টার সময় একই উপজেলার টেকেরঘাট বিওপির একটি টহল দল গত অভিযান চালিয়ে  সীমান্ত পিলার ১১৯৮/৯-এস এর এলাকাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের বড়ছড়া নদী থেকে ৭৩৫ কেজি ভারতীয় কয়লা আটক করে। যার আনুমানিক মূল্য ৯ হাজার ৫৫৫ টাকা। এর সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন অধিনায়ক মোঃ মাকসুদুল আলম বলেন, আটককৃত ভারতীয় নাছির বিড়ি মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয় এবং কয়লা শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।