১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, দুপুর ১:৫২
শিরোনাম:

আগামী ১০ই জানুয়ারি বিশ্ব ইজতেমা, প্রস্তুতির কাজ শুরু

টঙ্গীতে বিশ্ব ইজতেমা অনুষ্ঠানের লক্ষ্যে ইজতেমা মাঠের প্রস্তুতি কাজ গতকাল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। স্থানীয় এমপি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল প্রস্তুতি কাজের উদ্বোধন করেন। যুব মন্ত্রী মাঠের প্রস্তুতি কাজের উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, এবারও বিশ্ব ইজতেমা অনুষ্ঠানে দু’পক্ষকে একত্রিত করে আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি সুষ্ঠুভাবে ইজতেমা আয়োজন এবং সম্পন্ন করার আহ্বান জানিয়ে ইজতেমা মুরব্বিদের উদ্দেশ্যে বলেন, সংযত মনোভাব এবং সহমর্মিতার মাধ্যমে কোন বিশৃঙ্খলার মধ্যে না গিয়ে ইসলামের দাওয়াত চালিয়ে যাওয়াই হচ্ছে একজন প্রকৃত মুসলমানের কাজ। মাঠের প্রস্তুতি কাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জিএমপি পুলিশ কমিশনার আনোয়ার হোসেন, মুফতি মাসুদুল করিম, ময়দানের জিম্মাদার ইঞ্জিনিয়ার মেজবাহ উদ্দিন খন্দকার, মুফতি লেহাজ উদ্দীন, মুফতি কেফায়েত উলাহ, মাওলানা জাকির হোসেন প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী রাসেল আরো বলেন, বিবাদ হানাহানি ইসলাম ধর্মে নেই। গত বারের মতো যাতে এবারও কোন বিশৃঙ্খলা না ঘটে সে দিকে নজর রাখার জন্য দু’পক্ষের মুরুব্বীদের প্রতি তিনি আহ্বান জানান। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকেও সুষ্ঠুভাবে বিশ্ব ইজতেমা অনুষ্ঠানের সকল প্রস্তুতি নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।