১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৫৪
শিরোনাম:

সৌদিতে নির্যাতনের শিকার সেই সুমি আক্তারকে ফেরানোর নির্দেশ প্রতিমন্ত্রীর

সৌদি আরবে কাজের আশায় গিয়ে নির্যাতনের শিকার সেই নির্যাতিতা নারীকে ফেরাতে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব সিরাজুল ইসলাম গণমাধ্যমকে জানান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাড়া দিয়েছেন। খবরটি রিয়াদে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট মিশনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে তাকে নিয়ে আসার জন্য।

চলতি বছরের জানুয়ারিতে গৃহকর্মীর প্রশিক্ষণ শেষ করেন সুমি আক্তার। ৩০ মে ‘রূপসী বাংলা ওভারসিজ’ এর মাধ্যমে সৌদি যান। বাংলাদেশ প্রতিদিনকে সুমি জানান, কমপক্ষে ২ বার আমাকে বেচাকেনা ও হাত বদল করা হয়েছে। ঢাকা থেকে রিয়াদে পৌঁছানোর পর গভীর রাতে পথ বদল, মানুষ বদল, গাড়ি বদল করে ১৫ দিনে আমাকে মরুভূমির মতো একটি এলাকায় নিয়ে তালা মেরে রাখা  হয়। ১০ কক্ষের ওই বিশাল বাড়িতে নিয়ে যাওয়ার পর প্রথম কয়েকদিন আমাকে তেমন কাজ করতে হয়নি। সকাল হলেই একজন আরব নারী ঘর তালাবদ্ধ রেখে বাইরে চলে যেতেন। সপ্তাহ না ঘুরতেই শুরু হয় আমার ওপর যৌন নির্যাতন, তখন বুঝতে পারি আমাকে অবৈধ কাজের জন্য নিয়ে আসা হয়েছে।