২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৫৬
শিরোনাম:

নেশার টাকা না পেয়ে শরণখোলায় মারধর করে ব্যবসায়ীর দুই লাখ টাকা ছিনতাই

নইন আবু নাঈম, শরনখোলা (বাগেরহাট)ঃ বাগেরহাটের শরণখোলায় নেশার টাকা না পেয়ে বখাটেদের হামলায় মের্সাস
আল্লাহর দান ট্রেডার্সের ম্যানেজার কবির হাওলাদার গুরুতর আহত হয়েছে। এসময় তার কাছে থাকা প্রতিষ্ঠানের দুই লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় তারা। মঙ্গলবার রাতে উপজেলার নলবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। তাকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে ভর্তী করা হয়েছে।

আহত কবির স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন আবস্থায় জানান, নলবুনিয়া গ্রামের সাজ্জাল বাড়ীর নাছির সাজ্জালের ছেলে বেল্লাল (৩৫), ইউনুস সাজ্জালের ছেলে মাসুম (২৫) ও মাসুদ (১৮), খালেক সাজ্জালের ছেলে পান্না (৪৬), শাহজাহান হাওলাদারের ছেলে আব্দুল্লাহ (২৫), ফজলু চৌধূরীর ছেলে রহিম (২০) প্রায়ই তার কাছ থেকে নেশা করার জন্য চাঁদা দাবী করে। ঘটনার দিন সন্ধ্যার পরে নলবুনিয়া বাজারে বসে চাঁদার টাকা চাওয়া নিয়ে বখাটেদের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাকে মারপিট করলে এলাকাবাসী ছাড়িয়ে দেন। রাত ৯টার দিকে ওই বখাটেরা পুনরায় তাকে বাড়ির এলাকা থেকে পার্শ্ববর্তী একটি বাগানে ধরে
নিয়ে যায়। সেখানে তাকে উলঙ্গ করে টর্চ লাইট ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত অবস্থায় ফেলে রাখে। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

প্রত্যক্ষদর্শী মুক্তিযোদ্ধা আঃ জলিল, মোঃ ইদ্রিস আলী, মোঃ রাসেল মোল্লা, বাদল হাওলাদার জানান, বখাটেরা অনেক খোজাখুজি করে তাদের সামনে থেকে কবিরকে ধরে নিয়ে গিয়ে মারপিট করে। সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রাকিব হাসান জানান, ওই বখাটেরা বিভিন্ন সময় নেশাগ্রস্থ হয়ে এলাকায় ইফটিজিং সহ বিভিন্ন অপরাধ করে আসছে। তাদের বখাটেপনার কারনে কেউ মুখ খুলতে সাহস পায় না। এব্যাপারে শরনখোলা থানার অফিসার ইন চার্জ মোঃ আব্দুল্লাহ আল সাইদ বলেন, বিষয়টি মৌখিক ভাবে তিনি শুনেছেন। ভুক্তভোগিরা লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।