২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৫৬
শিরোনাম:

জেএসসি পরীক্ষা কেন্দ্রে স্মার্টফোনের অপব্যবহার

স্মার্টফোনের মাধ্যমে জেএসসি পরীক্ষার প্রশ্নের ছবি তুলে বাহিরে নেয়ার অপরাধে দুই কলেজছাত্রকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কালিয়ার বড়দিয়া ফজিলাতুননেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে জেএসসি পরীক্ষার শেষ দিন বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গণিত পরীক্ষা চলাকালে বেলা ১১টার দিকে উপজেলার টোনা গ্রামের দিদার সরদারের ছেলে রিমন সরদার (১৯) ও লোহাগড়া উপজেলার মঙ্গলপুর গ্রামের ইলিয়াছ মোল্যার ছেলে শিপন মোল্যা (১৮) নিরাপত্তা বাহিনীর নজর এড়িয়ে পরীক্ষা কেন্দ্রে একটি কক্ষের জানালা দিয়ে প্রশ্নপত্রের ছবি তুলে পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাদের হাতেনাতে আটক করে।

পরীক্ষা শেষে তাদের কালিয়ার ইউএনও মো. নাজমুল হুদার ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা বড়দিয়া মুন্সি মানিক মিয়া কলেজের একাদশ শ্রেণির ছাত্র বলে পুলিশ জানিয়েছে।