২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:১১
শিরোনাম:

সিডরের একযুগ পূর্তিতে সুন্দরবন রক্ষার দাবী সিপিবি”র

নইন আবু নাঈম,সংবাদদাতা শরনখোলা: প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের একযুগ পূর্তিতে সুন্দরবন রক্ষার দাবী জানিয়েছে
বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি (সিপিবি)। শুক্রবার সন্ধ্যায় পার্টির শরণখোলা শাখার উদ্যোগে স্থানীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে নিহতদের স্মরণকালে এ দাবী জানান তারা। এসময় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও কৃষক সমিতির কেন্দ্রিয় কমিটির সদস্য শরিফুজ্জামান শরিফ, বাগেরহাট জেলা সিপিবি সম্পাদক ফররুখ আহম্মেদ জুয়েল, শরণখোলা শাখাসম্পাদক শামসুর রহমান খোকন, জেলা যুব ইউনিয়ন নেতা নোমান মাহমুদ, সিপিবি নেতা মোঃ পান্না মিয়া, রতন হালদার, ছাত্র ইউনিয়ন নেতা সাদ্দামহোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় সংক্ষিপ্ত বক্তৃতায় নেতৃবৃন্দ বলেন, ঘুর্ণিঝড় বুলবুলকে ঠেকিয়ে দিয়ে আবারো প্রমান করে দিয়েছে সুন্দরবন আমাদের রক্ষা কবচ। এখন সবাই বুঝতে পেরেছে সুন্দরবনের গুরুত্ব। কিন্তু সরকার সুন্দরবনের পাশে তাপ বিদ্যুৎ কেন্দ্র সহ ,বিভিন্ন প্রকল্প গ্রহন করে একদিকে বন ধ্বংস করার পায়তারা করছে আবার অন্যদিকে সুন্দরবন রক্ষার কথা বলছে। তাই যে কোন মূল্যে আমাদের সুন্দরবনকে বাচাঁতে হবে।

অপরদিকে, সন্ধ্যায় শরণখোলা উপজেলা যুবলীগের উদ্যোগে প্রেসক্লাব চত্বরে মোমবাতি প্রজ্জ্বলন করে সিডরের ১২তম বর্ষপূর্তি পালন করেছে। এসময় আওয়ামী লীগ নেতা একরামুল কবির কিচলু, যুবলীগ নেতা জিয়া উদ্দিন তালুকদার, ছাত্রলীগ
নেতা আসাদুজ্জামান আসাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।