২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৫২
শিরোনাম:

প্রধানমন্ত্রীর নিরাপত্তা খতিয়ে দেখতে ইডেন পরিদর্শনে গেলো দেশের বিশেষ নিরাপত্তা প্রতিনিধি দল

হাতে সময় মাত্র এক সপ্তাহ। ভারতের মাটিতে প্রথমবারের মতো দিবা-রাত্রির টেস্টের আগে স্বাভাবিকভাবেই সাজো-সাজো রব ইডেন গার্ডেনে। ঐতিহাসিক টেস্ট ঘিরে নতুন ভারতীয় ক্রিকেট বোর্ডের শহরে হচ্ছে নান্দনিক আয়োজন। দেশের মাটিতে প্রথম পিঙ্ক বল টেস্টে ক্রিকেটের নন্দনকাননে আমন্ত্রিত অতিথির তালিকায় আছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিম বঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

বেল বাজিয়ে অভিজাত ইডেনে ঐতিহাসিক টেস্টের সূচনা করবেন বাংলাদেশের রাষ্ট্রপ্রধান। ক্রিকেটের নন্দনকাননে তাই দেশনেত্রীর নিরপাত্তার সর্বোচ্চ ব্যবস্থা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবুও ম্যাচ শুরুর এক সপ্তাহ আগে প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে শনিবার ইডেন পরিদর্শনে গেলেন এক বিশেষ নিরাপত্তা প্রতিনিধি দল। ডেপুটি হাই-কমিশনার তৌফিক হাসানের নেতৃত্বে ১৩ সদস্যের এক প্রতিনিধি দল এদিন সিএবি’তে একটি বৈঠক করেন সচিব অভিষেক ডালমিয়ার সঙ্গে। এছাড়াও হাজির ছিলেন অন্যান্য আধিকারিকেরা।

বৈঠকের মূল আলোচনার বিষয়বস্তু ছিলো বাংলাদেশ প্রধানমন্ত্রীর নিরাপত্তার দিকটি। সচিব অভিষেক ডালমিয়া ছাড়াও এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন সিএবি সহ-সভাপতি নরেশ ওঝা, যুগ্ম-সচিব দেবব্রত দাস ও অন্যান্য কর্মকর্তারা। প্রাথমিকভাবে আলোচনায় প্রধানমন্ত্রীর নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে খুশি বাংলাদেশের প্রতিনিধি দল। বৈঠকের পাশাপাশি এদিন ইডেনের গ্যালারি ও ভিভিআই পি বক্স পরিদর্শন করেন প্রতিবেশী দেশের প্রতিনিধি দল।

উল্লেখ্য, ঐতিহাসিক ম্যাচ নিয়ে অনুরাগীদের মধ্যে উদ্দীপনা তুঙ্গে। অনলাইনে ম্যাচের প্রথম তিন দিনের টিকিট ইতিমধ্যেই শেষ হয়ে গেছে।