২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ভোর ৫:৩১
শিরোনাম:

ঐতিহাসিক দিবা-রাত্রির টেস্ট খেলতে কলকাতায় বাংলাদেশ

আগামী ২২ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেনে ঐতিহাসিক দিবা-রাত্রির টেস্ট খেলতে কলকাতায় পৌঁছালো বাংলাদেশ দল। মুমিনুল-মুশফিকরা ইতোদিন ছিলো প্রথম টেস্টের ভেন্যু ইন্দোরে। সেখান থেকেই আজ সকালে কলকাতার উদ্দেশ্যে পাড়ি জমান। ভারতীয় দলও ইন্দোর ছেড়ে কলকাতায় পা রেখেছে।

স্বাগতিক ভারত ও সফরকারী বাংলাদেশের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ইনিংস ব্যবধানে হেরেছে টাইগাররা। মুমিনুল-মাহমুদউল্লাহর ব্যাটিং ব্যর্থতার মাত্র ৩ দিনেই ইন্দোর টেস্ট হেরে যায় বাংলাদেশ। এরপর সেখানেই চলেছে ইডেন টেস্টের অনুশীলন।

আগামী শুক্রবার থেকে কলকাতার ইডেন গার্ডেনসে শুরু হবে দুই দলের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ, যা দিবারাত্রির টেস্ট। গোলাপি বলে নিজেদের ইতিহাসের প্রথম ম্যাচ বলে ইডেন টেস্টকে সামনে রেখে রোমাঞ্চিত দুই দলই।

সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকলেও এই ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ। গোলাপি বলে খেলে অভ্যস্ত নন ভারতের ক্রিকেটাররাও। এই ম্যাচে তাই দুই দলই থাকবে সমান্তরালে। তবে ইন্দোর টেস্টের মত বাংলাদেশ দৃষ্টিকটু ও অগ্রহণযোগ্য ভুল করলে এই ম্যাচেও তিন দিনে জয়ের আশা করতে পারে ভারত!

ইডেন টেস্টের প্রথম দিন মাঠে থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে ঘিরে উৎসাহের কমতি নেই ক্রিকেট এসোসিয়েশন অব বেঙ্গলের। থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। দুজন মিলে ইডেনের ঘণ্টা বাজিয়ে শুরু করবেন মাঠে গড়ানোর আগেই ঐতিহাসিক তকমা পাওয়া ইডেন টেস্টের।