২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৮:১৯
শিরোনাম:

কলাপাড়ায় চার ব্যবসায়ীকে জরিমানা

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি :  পটুয়াখালীর কলাপাড়ায় চার ব্যবসায়ীকে ১ লাখ ৭৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত । মঙ্গলবার দুপুরের দিকে পৌর শহরের এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মুনিবুর রহমান। এসময় কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাস ভোক্তা অধিকার আইনে ওই দোকানীদের জরিমানা করেন। সহকারী কমিশনার( ভূমি) অনুপ দাস জানান, বেশি দামে পেয়াজ বিক্রি ও মেয়াদ উত্তীর্ন মালামাল রাখায় তামিম স্টোরকে এক লক্ষ টাকা, ভেজাল কসমেটিক্স বিক্রির দায়ে মস্তফা স্টোরকে পঞ্চাশ হাজার টাকা, নকল মাল রাখার দায়ে রাধা স্টোরকে বিশ হাজার টাকা ও ও মেয়াদ উত্তীর্ন কসমেটিক্স পন্য রাখার দায়ে সেবক স্টোরকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমান জানান, ভেজাল মাল বিক্রি বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। নিত্য প্রয়োজনীয় পন্যের দাম নিয়ন্ত্রনে এ অভিযান অব্যাহত থাকবে।