১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৯:৫১
শিরোনাম:

লবনের দাম বেশি রাখায় দুই ব্যবসায়িকে জরিমানা

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি :  পটুয়াখালীর কলাপাড়ায় লবনের দাম বেশি রাখায় দুই ব্যবসায়িকে পয়ত্রিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। লবণের দাম বৃদ্ধির গুজব ছড়িয়ে পরলে মঙ্গলবার সন্ধ্যার পওে পৌর শহরে অভিযানে নামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মুনিবুর রহমান। এসময় তিনি হ্যান্ড মাইক দিয়ে ব্যবসায়িদের ন্যয্য মূল্যে লবন বিক্রি
করতে বলেন। এছাড়া লবন মজুদ না করতে ব্যবসায়ীসহ সবাইকে সচেতন করে দেয়।

এদিকে লবনের দাম বেশি রাখায় ভোক্তা অধিকার সংরক্ষন আইনে পৌর শহরের এতিখানার নুর স্টোরকে বিশ হাজার ও শুনীল স্টোরকে পনের হাজার টাকা জরিমানা করা হয় বলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাস সাংবাদিকদের জানিয়েছেন। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মুনিবুর রহমান জানান, লবনের দাম বেশি রাখায় দুই ব্যবসায়িকে জরিমানা করা হয়েছে। এছাড়া গুজব ঠেকাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পৌর শহরসহ প্রতিটি ইউনিয়নের মাইকিং করা হয়েছে।