২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৯:৩৭
শিরোনাম:

হলি আর্টিজান হামলা মামলার রায়ে সরকার সন্তুষ্ট বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, হলি আর্টিজানে নিহতের আত্মার মাগফেরাত কামনা করছি, আজকে মামলায় যে রায় হয়েছে ৮ জনের মৃত্যুদণ্ড দেয়া হয়েছে সন্ত্রাস দমন আইনে। আমি সরকারের পক্ষ থেকে বলছি, আমরা এ রায়ে সন্তুষ্ট। এরকম চাঞ্চল্যকর এবং যেসব মামলা দেশের শেকড়ে গিয়ে ধাক্কা দেয়, সেসব ঘটনার বিচার দ্রুত শেষ করতে পারছি, এটাও সন্তুষ্টির কারণ।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে রায় ঘোষণার পর সচিবালয়ে সাংবাদিকদের এসক কথা জানান তিনি।

তিনি বলেন, চাঞ্চল্যকর সকল মামলাই দ্রুত এগিয়ে রায় হচ্ছে যা প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির বাস্তবায়ন। সচিবালয়ে সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী এসব জানান। দণ্ডপ্রাপ্ত একজন আসামী আই এসের টুপি পরে কিভাবে আদালতে এসেছে সে বিষয়ে তদন্ত করা হবে।

সাগর রুনী হত্যা মামলা প্রসঙ্গে মন্ত্রী বলেন, তদন্তাধীন, তদন্ত সংস্থা সন্তুষ্ট না হলে ফাইনাল রিপোর্ট দেয়া হয় না। তাই সত্য তদন্তপর জন্য অপেক্ষা করতে হবে