২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ১:৫৬
শিরোনাম:

বাগেরহাটে বাল্যবিবাহ বন্ধে করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

নইন আবু নাঈম, বাগেরহাট ঃ বাগেরহাটে কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট (ঈ৪উ) প্রোগ্রামের, বাল্যবিবাহ বন্ধে নোটারি পাবলিক ও নিকাহ রেজিষ্টারদের ভুমিকা বিষয়ক এ্যডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বাগেরহাট জেলা
প্রশাসনের আয়োজনে ও ইউনিসেফের সহযোগিতায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিতকর্মশালায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ।

এ সময় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন মোড়েলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: শাহী আলম বাচ্চু, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচারক হাসনা হেনা অতিরিক্ত জেলা রেজিষ্টার মো: শাহীনুজ্জামান, সহকারী কমিশনার মো: আলীমুজ্জামান মিলন, জেলা পরিষদের প্যানেল মেয়র এ্যাড: শরিফা খানম, বাগেরহাট মহিলা পরিষদের সাধারন সম্পাদক এ্যাড: পারভীন আহমেদ, রায়েন্দা ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, বাগেরহাট প্রেস ক্লাবের সাবেক সভাপতি শাহ আলম টুকু, সাংবাদিক সোহাগ হাওলাদার, বাগেরহাট জেলা কাজী সমিতির সভাপতি মাও:মো: আবু হানিফ, সাধারন সম্পাদক শেখ নাজিম উদ্দিন,ইউনিসেফের জেলা সমন্বয়কারী মো: তাজুল ইসলাম প্রমুখ। কর্মশালায় বক্তারা বাল্য বিবাহের খারাপ দিকগুলো তুলে ধরেন এবং এটি প্রতিরোধে সকলকে একসাথে কাজ করার আহবান করেন।