২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ১০:৩৯
শিরোনাম:

বাগেরহাটে পৃথক পৃথক ভাবে বিএনপির সাবেক মহাসাচব মোস্তাফিজুর রহমানের মৃত্যু বাষির্কী পালিত

নইন আবু নাঈম, বাগেরহাট ঃ বাগেরহাটে পৃথক পৃথক ভাবে বিএনপির সাবেক মহাসাচব ও সাবেক স্বরাষ্ট্র, বানিজ্য ও পররাস্ট মন্ত্রী মোস্তাফিজুর রহমানের ২৩তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সম্মেলনী স্কুল রোডস্থ’ বিএনপির দলিয় কার্যালয়ে জেলা বিএনপির সভাপতি এম এ সালামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক অধ্যাপক আলীরেজা বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রদান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাসাসের কেন্দ্রীয় কমিটির সিনিয়ার সহ- সভাপতি বাবুল আহম্মেদ, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এ কে এম মতিউর রহমান মন্টু,সাতক্ষীরা জেলা বিএনপি নেতা আব্দুল কাদের বাচ্চু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাফ্ধসঢ়;ফর রহমান আলম, জেলা বিএনরির সদস্য মেহেবুবুল হক কিশোর, কৃষকদলের আহবায়ক
সৈয়দ আসাফুদৌলা জুয়েল, মহিলা দলের সাধারন সম্পাদক শাহিদা আক্তার, জেলা মৎসজিবি দলের যুগ্ম আহবায়কহারুন আর রশিদ, সদর থানা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ বুলু, কচুয়া থানা বিএনপির সভাপতি হাজরা আসাদুল ইসলাম পান্না প্রমুখ।

অপরদিকে বিকালে বিএনপির অপর গ্রুপ শহরের হোটেল ক্যাসেল আশারায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক এমপি শেখ মুজিবুর
রহমান, জেলা বিএনপির উপদেষ্টা সৈয়দ নাসির আহম্মেদ মালেক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ওয়াহিদুল ইসলাম পল্টু, বিএনপি নেতা এ্যাডভোকেট কাজী মনোয়ার হোসেন, জেলা যুবদলের সাধারন সম্পাদক মো. সুজন মোল্লা, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোল্লা আতিকুর রহমান রাসেল প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, প্রায়ত স্বরাষ্ট্রমন্ত্রী আ.স.ম মোস্তাফিজুর রহমান ছিলেন বিএনপির প্রানপুরুষ। তিনি ছিলেন বাগেরহাটসহ দক্ষিনাঞ্চলের উন্নয়নের রুপকার এবং একজন নির্ভিক ও সৎ রাজনীতিবিদ। পরে তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত
হয়।