২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৪২
শিরোনাম:

বাজার নিয়ন্ত্রণে নেই, অস্বীকার করবো না, তবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের চেষ্টা করছে সরকার : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বুধবার (৪ ডিসেম্বর) সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি বলেন, পুশ ইনের বিষয়টি ভারতবিরোধী প্রোপাগাণ্ডা। যমুনা টিভি

ওবায়দুল কাদের বলেন, ভারতের সাথে চলমান ৬/৭টি প্রকল্প গতিশীল করার বিষয়েও ভারতীয় হাইকমিশনারের সাথে আলোচনা হয়েছে। এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, পেঁয়াজের বাজার নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধে সরকার কঠোর অবস্থানে আছে। পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পর বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির পদত্যাগ চাওয়ার বিষয়টি ‘কথার কথা’ বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের।