২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৪১
শিরোনাম:

বাগেরহাটে বাল্যবিবাহ বন্ধে ইমাম ও গ্রাম পুলিশদের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

নইন আবু নাঈম, বাগেরহাট ঃ ইউনিসেফ এর সহযেগিতায় বাগেরহাট জেলা প্রশাসনের আয়োজনে বাল্যবিবাহ বন্ধে ইমাম ও গ্রাম পুলিশদের ভূমিকা শীর্ষক এ্যাডভোকেসী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বাগেরহাট জেলা প্রশাসকের
সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় স্বাগত বক্তব্য ও কর্মশালার উদ্দেশ্য তুলে ধরেন ইউনিসেফ এর জেলা সমন্বয়কারী মো. তাজুল ইসলাম। স্থানীয় সরকার বাগেরহাটের উপপরিচালক দেবপ্রসাদ পালের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায়
প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ।

এ সময় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন আতরিক্ত জেলা ম্যাজিট্রেট মো: শাহীনুজ্জামান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচারক হাসনা হেনা, সহকারী কমিশনার, মোঃ আলীমুজ্জামান মিলন, ইশতিয়াক আহমেদ, নেজারত ডেপুটি কালেক্টর মোঃ কামরুল হাসান প্রমূখ। কর্মশালায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচারক হাসনা হেনা পাওয়ার পয়েন্টের মাধ্যমে কর্মশালার সার্বিক বিষয়ব¯ু‘ উপস্থাপন করেন। কর্মশালায় মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলার ইমাম, গ্রাম পুলিশ, সিপিপি ও রেড ক্রিসেন্টের সদস্যগণ অংশগ্রহণ করেন। কর্মশালায় বক্তারা বাল্য বিবাহের নেতিবাচক দিকগুলো তুলে ধরেন এবং এটি প্রতিরোধে সকলকে একসাথে কাজ করার জন্য প্রতিশ্রুতি প্রদান করেন।