২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ২:২৫
শিরোনাম:

ঈদ, করোনা এবং আমাদের করনীয়

ঈদ খুব নিকটে চলে এসেছে,  এই ঈদ এ যদি বাসার বাইরে যেতে হয় তাহলে কি কি সাথে রাখবেন এবং কি কি সাবধানতা অবলম্বন করবেন।
সেটার একটা তালিকা:
সাথে রাখবেন কি কি:
২ টা জিনিস:
হেন্ড সেনিটাইজার
মাস্ক

১) হেন্ড সেনিটাইজার : সব সময় হাত পরিস্কার রাখতে হবে।কিন্তু সব জায়গায় তো হাত ধোয়ার ব্যবস্থা নাই। তাই সাথে হেন্ড সেনিটাইজার রাখতে হবে।

২)মাস্ক: ভাইরাস ছড়ানো ঠেকাতে কাপরের মাস্ক কাযকরি।
যিনি পরছেন তিনি সুরখিত থাকবেন, আশে পাশের মানুষরাও সুরখিত থাকবেন।
-একজনের মাস্ক অন্য জন ইউস করবেনা।
-মাস্ক পরার পর সেটা হাত দিয়ে ধরবেন না।
– দিনে অন্তত একবার কাপরের মাস্ক ধুতে হবে।
–  মাস্ক খোলার বা পরার আগে হাত হেন্ড সেনিটাইজার দিয়ে ক্লিন করতে হবে।

বাসার বাইরে গেলে আর কি কি সাবধানতা অবলম্বন করবেন:

১) অন্যের থেকে ৬ ফিট দূরে থাকা জরুরী।
২) বার বার হাত ক্লিন করতে হবে।
৩) যেখনে সেখানে হাত দেয়া থেকে বিরত থাকতে হবে।
৪) চোখে,মুখে হাত দেয়া থেকে বিরত থাকতে হবে।

ঈদ কাটুক নিরাপদে,
সবাই ভালো থাকি, সুস্থ থাকি।
ঈদ মোবারক।।

ডা. সৈয়দা সামিনা মাহজাবিন
চর্ম ও যৌন বিভাগ।
কেন্দ্রিয় পুলিশ হাসপাতাল রাজারবাগ
ডা. ঝুমু খান লেজার মেডিকেল সেন্টার
অনলাইন চর্মরোগ চিকিৎসক ( হেলথমেন)