২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৮:০৯
শিরোনাম:

হেলথমেন আয়োজিত ফ্রী ব্রেস্ট চেক আপ পনেরই অক্টোবর।

অক্টোবর মাস ব্রেষ্ট ক্যান্সার সচেতনতার মাস। ব্রেস্ট ক্যান্সারের কোন ভ্যাক্সিন বা টিকা নেই, তবে উপযুক্ত চিকিৎসা হলে প্রাথমিক ব্রেষ্ট ক্যান্সার নিরাময় যোগ্য। তাই ব্রেস্ট ক্যান্সারের লক্ষ্যণগুলো সম্পর্কে সচেতন থাকা জরুরী। নিম্নোক্ত লক্ষণগুলো থেকে থাকলে হেলথমেন এ ইনবক্স করে রেজিস্ট্রেশন করুনঃ

১. ব্রেষ্টে চাকা অনুভূত হওয়া। চাকাটি যে কোন আকার-আকৃতির হতে পারে, নড়তে পারে আবার নাও নড়তে পারে,ব্যথা থাকতে পারে, নাও থাকতে পারে।

২. বগলে চাকা অনুভূত হওয়া। বিভিন্ন কারণে বগলে চাকা হয়। কি কারণে হয়েছে জানা একান্ত প্রয়োজন।

৩. স্তনের বোঁটা হতে কিছু বের হওয়া, হতে পারে সেটা পানি, পুঁজ, রক্ত, রক্ত মেশানো পানি, কালো তরল।

৪. বোঁটা ভিতরের দিকে ঢুকতে থাকা।

৫. বোঁটা অর্থাৎ নিপল এবং তার চারিপাশের কালো অংশে কোন পরিবর্তন হওয়া।

#অনলাইন_ফ্রী_ব্রেস্ট_চেকআপ এর জন্য রেজিস্ট্রেশন করতে ইনবক্স করুনঃ m.me/healthmen.services অনলাইনে ঘরে বসেই ডাক্তারের পরামর্শ নিন।
হেলথমেন সেবা সম্পর্কে জানতে কল করুনঃ 01311040093 নম্বরে।