১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ২:৪১
শিরোনাম:

নিয়ম ভঙ্গ করে হজের এলাকায় প্রবেশ করলে ২ লাখ টাকার বেশি জরিমানা

রোববার সৌদির আরবের স্বরাষ্ট্রমন্ত্রণায় জানায়, সোববার (৫ জুলাই) থেকে হাজিদের জন্য অনুমোদিত আইডি কার্ড ছাড়া পবিত্র মসজিদুল হারাম, মিনা, মুজদালিফ ও আরাফায় প্রবেশ করলে ২ হাজার ৭শ ডলার (১০ হাজার সৌদি রিয়েল) জরিমানা করা হবে। সৌদি গেজেট

মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরো জানানো হয়, কোনো ব্যক্তি যদি ইচ্ছকৃতভাবে নিয়ম ভঙ্গ করে একাধিকবার প্রবেশ করে তাহলে তাকে দ্বিগুণ জরিমানা করা হবে। আরব নিউজ

মন্ত্রণালয়ের আরো জনায়, কেউ যেন নিয়ম ভঙ্গ করে হজের এলাকায় প্রবেশ করতে না পরে এই জন্য সকল রাস্তার মাথায় ও পবিত্র মসজিদুল হারামের গেটে নিরাপত্তাকর্মীরা দায়িত্ব পালন করবেন।

এবছর হজ শুরু হবে ১৭ জুলাই থেকে। কোভিড মাহামারির কারণে এবারও শুধু ৬০ হাজার সৌদি নাগরিক হজ করার সুযোগ পাচ্ছেন।

হজ ও ওমরা উপমন্ত্রী ডা. আবদুল ফাত্তাহ মাশাত বলেন, আশা করছি এবার যারা হজ করবেন আমরা তাদের সবাইকে সুন্দর ও স্বাস্থ্য সম্মত একটি পরিবেশ উপহার দিতে পারবো।