১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, দুপুর ১২:০৬
শিরোনাম:

অলিম্পিকে আর্জেন্টাইন খেলোয়াড়ের হকিস্টিক দিয়ে মারামারি! (ভিডিও)

টোকিও অলিম্পিকের প্রথম দিনেই ঘটল মারামারির মতো ঘটনা। ছেলেদের হকি ইভেন্টের স্পেন-আর্জেন্টিনা ম্যাচে এমন ঘটনা ঘটেছে। এমনকি হকিস্টিক দিয়ে প্রতিপক্ষ স্পেনের এক খেলোয়াড়ের মাথায় আঘাত করেছেন আর্জেন্টিনার এক খেলোয়াড়।

পুল ‘এ’র ম্যাচে স্পেনের বিপক্ষের জয়ের প্রত্যাশাতেই মাঠে নামে আর্জেন্টিনা। কিন্তু ১-১ গোলের সমতায় শেষ হয় ম্যাচ।

সবকিছু ঠিকঠাকই ছিল। কিন্তু ম্যাচের শেষ কোয়ার্টারে পায়ের পেশিতে টান লাগে স্পেনের আলেগ্রির। মাঠে শুয়ে সময় কাটানোর চেষ্টা করছিলেন তিনি। বিষয়টি ভালো লাগেনি লুকাস রসির। এগিয়ে গিয়ে গালাগাল করতে থাকেন।

এক পর্যায়ে হকিস্টিক দিয়ে আলেগ্রির মাথায় আঘাত করেন। তৎক্ষণাৎ আরেক আর্জেন্টাইন খেলোয়াড় এসে তাকে আটকান। কিন্তু তাকে ধাক্কা দিয়ে এগিয়ে যান রসি।

এ ঘটনায় আলেগ্রিও বসে থাকেননি। তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে রসির গলা চেপে ধরেন। এ ঘটনার পর আম্পায়ার সময় সংক্ষিপ্ত করে ম্যাচ শেষ করে দেন। ফলে ড্র মেনেই মাঠ ছাড়তে হয় দুই দলকে।

Argentine hockey player deliberately hits rival on the head with his stick to spark chaotic scenes during clash against Spain at Olympics