২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৯:৩৯
শিরোনাম:

সৌদি আরবে ইমামকে জুম্মার নামাজ পড়াতে বাধা দেয়ায় ২২ জনকে গ্রেফতার

আব্দুল্লাহ আল মামুন, সৌদিআরব প্রতিনিধি : সৌদিআরবে তায়েফ শহরে জুম্মার নামাজের পূর্বে একজন ইমামকে মসজিদে প্রবেশ করতে না দেয়ায় এবং খুৎবা পড়াতে বাধা দেয়ায় ২২ জনকে গ্রেফতার করে সাজা প্রদান করেছে সৌদি আরবের তায়েফ এর ক্রিমিনাল কোর্ট।

সৌদি গেজেটের প্রতিবেদনের বরাত জানা যায় যে, অভিযুক্ত ব্যক্তিরা শুক্রবার জুম্মার নামাজের সময় ইমামকে প্রবেশ করতে না দেয়ার জন্য মসজিদ এর দরজা বন্ধ করে রাখে, এবং তাকে খুৎবা পড়তে বাধা প্রদান করে ।

অভিযুক্তরা বলেন, তারা উক্ত ইমাম সাহেবকে খুৎবা পড়তে দিতে এবং জুম্মার নামাজ পড়াতে দিতে চাচ্ছিলেন না, একারনে তারা বাধা প্রদান করেন।

সকল সাক্ষী ও প্রমাণ পর্যবেক্ষন করার পরে এবং ঘটনার ভিডিও দেখে আদালত অভিযুক্তদের দোষী হিসেবে সাব্যাস্ত করেন।অভিযুক্ত ২২ জনের মধ্যে ১৯ জনকে ১ মাসের জেল ও প্রত্যেককে ২ হাজার রিয়াল জরিমানা করা হয়। এর পাশাপাশি বাকি ৩ জনকে ১০ দিনের জেল এর সাজা প্রদান করা হয়।